বরিশালের আগৈলঝাড়ায় মাদক উদ্ধারে যাওয়া র্যাব সদস্যদের ওপর হামলা ও গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল দুপুরে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা করা হয় বলে ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন।
তিনি জানান, র্যাব বাদী হয়ে একটি মাদক উদ্ধারের ঘটনায় ও অপরটি সরকারি কাজে বাধা, হামলা, আহত করাসহ হত্যার অভিযোগে হয়েছে।
এদিকে সোমবারের বিকালের ওই ঘটনায় নিহত সিয়াম মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
গৌরনদী মডেল থানার এসআই মুজিব জানান, গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেনের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। সিয়ামের বুকে একটি গুলি বিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বরিশাল র্যাব-৮-এর উপঅধিনায়ক মেজর মো. মাহমুদুল আহসান জানান, আমাদের একটি টিম মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। এ সময় অভিযানিক দলের ওপর হামলা করে র্যাবের দুই সদস্যকে গুরুতর আহত করা হয়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি করেছেন।