ফরিদপুরের বোয়ালমারীতে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সড়কে চালক ইমরান শেখকে অস্ত্র ঠেকিয়ে ফেলে রেখে গাড়ি ছিনতাই করে তিন যাত্রী।
ঢাকার কাওলী থেকে ফরিদপুরের বোয়ালমারী বাজারে যাওয়ার কথা বলে তারা ভাড়া নেয় ঢাকা মেট্রো-২২-২৩১৮ নম্বরের প্রাইভেটকার। ছিনতাইয়ের পর চালকের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে হাসপাতালে নিলে পরে তিনি অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন (নং-৩৪)।
তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ঝালকাঠির কাঁঠালিয়া থেকে গাড়ি ও তিন আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের রাকিবুল হাসান আশিক (২৬), গঙ্গানন্দপুর গ্রামের মো. সামিউল ইসলাম (২২) ও রামদেবনগর গ্রামের মো. হামিম শেখ (২০)। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়।
ওসি মাহমুদুল হাসান জানান, “ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে গাড়ি উদ্ধার ও আসামি গ্রেপ্তার করা হয়েছে।”