ইংলিশ ফুটবলে উত্তেজনার আরেকটি দিন পার হলো টার্ফ মুর স্টেডিয়ামে। সমীকরণ ছিল স্পষ্ট—জিতলেই প্রিমিয়ার লিগে বার্নলি, আর হারলেই শেফিল্ড ইউনাইটেডকে যেতে হবে প্লে-অফে। অবশেষে সেই টিকিট ছিনিয়ে নিয়েছে বার্নলি, ২-১ গোলের জয়ে নিশ্চিত করেছে ইংল্যান্ডের শীর্ষ লিগে জায়গা।
ম্যাচ হেরে শেফিল্ড ইউনাইটেডের মনোবল ভেঙে পড়ে। সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় তারা এখন নির্ভর করছে প্লে-অফের উপর। তবে হারের হতাশা মাঠের বাইরেও গড়ায়। ম্যাচ শেষে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজার সঙ্গে বার্নলি সমর্থকদের একাংশের আপত্তিকর আচরণে সৃষ্টি হয় উত্তেজনা।
টিভি ফুটেজে দেখা গেছে, ক্ষিপ্ত হামজাকে নিরাপত্তাকর্মীরা মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবুও বার্নলির দিকেই তেড়ে যাচ্ছিলেন তিনি। এখনও জানা যায়নি ঠিক কী কারণে এমনভাবে ক্ষুব্ধ হয়েছিলেন এই মিডফিল্ডার।
প্রিমিয়ার লিগে সরাসরি উঠতে না পারলেও শেফিল্ড ইউনাইটেডের সামনে এখনও আছে সম্ভাবনা। নকআউট প্লে-অফে জায়গা করে নিয়েছে দলটি। সেখানে দুটি ম্যাচ জিতলেই তারা পাবে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ। তবে এখনও নিশ্চিত হয়নি তাদের প্রতিপক্ষ কারা হবে।
বিডি প্রতিদিন/মুসা