৮২ বছর বয়সেও সুপার অ্যাক্টিভ বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ নতুন প্রজন্মের অভিনেতাদের জন্যও অনুপ্রেরণা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।
এবার নিজেকে ফিট রাখার রহস্য ভক্তদের জানালেন অমিতাভ। তিনি তার ব্লগে লিখেছেন, ‘কাজই আমার সকল রোগমুক্তির ওষুধ। আমি কাজ করে যাচ্ছি। এটাই এনার্জি দেয়।’
এ কথা অস্বীকার করার উপায় নেই, এই বয়সেও তিনি নিয়মিত শুটিং করেন এবং ক্লান্ত হন না। অমিতাভ তার ক্যারিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার প্রথম ছবি ছিল ‘সাত হিন্দুস্তানি’, যেখানে তাকে আনোয়ার আলির চরিত্রে দেখা গেছে।
পরবর্তীতে তিনি প্রকাশ মেহরার ‘জঞ্জির’ ছবিতে ইন্সপেক্টর বিজয় খান্নার ভূমিকায় অভিনয় করেন। এরপর ‘শোলে’, ‘দিওয়ার’, ‘শাহেনশাহ’, ‘মর্দ’, ‘কুলি’, ‘আনন্দ’-এর মতো একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দেন। শুধু সিনেমা নয়, টেলিভিশনের জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-তেও দর্শক তাকে দেখে মুগ্ধ হন।
এমনকি তার জীবনের বহু অজানা তথ্যও উঠে আসে এই অনুষ্ঠানেই। দর্শকরাও প্রতিটি পর্বে অমিতাভ সম্পর্কে আরও জানার আগ্রহ নিয়ে অপেক্ষা করেন।
অভিনয়ের বাইরেও অমিতাভ দেশ-বিদেশের খবরে নজর রাখেন, বই পড়েন এবং নিয়মিত লেখালিখিও করেন।
বিডি প্রতিদিন/আশিক