বরিশালের বানারীপাড়া উপজেলায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিনগত গভীর রাতে উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে গারদ্দার গ্রামের বজলুর রহমানের ছেলে মানিককে গ্রেপ্তার করেছে।
বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, দফাদার বাড়ির মিজানুর রহমান বাবুলের ঘরের জানালার গ্রিল কেটে রাত আড়াইটার দিকে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে বাবুলের মুখ ও হাত-পা বেঁধে মারধর করেন। পরে আলমারি, ওয়ারড্রোব ও ট্রাঙ্ক ভেঙে নগদ দুই লাখ টাকা, ২০-২১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং দুইটি মোবাইল ফোন লুট করে।
বাবুল দফাদারের অভিযোগের ভিত্তিতে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহকর্তা বাবুল।
বিডি প্রতিদিন/আশিক