খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কুয়েটে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে কুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি ঐক্য প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন ও হল খুলে দেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউজিসির নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয় সরকারের প্রতি।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। এতে বলা হয়, উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের পাশে রয়েছে এনসিপি।
উপাচার্যকে শারীরিক হেনস্তার অভিযোগ সম্পর্কে বলা হয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি। তবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদের অধিকার থাকলেও শিক্ষকদের মর্যাদাহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জানা গেছে, বুধবার ইউজিসির একটি প্রতিনিধিদল কুয়েট পরিদর্শনে যাবে।
বিডি প্রতিদিন/আশিক