পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। গতকাল যশোরের অভয়নগর উপজেলার ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান সাংবাদিকদের আরও বলেন, ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান রাতারাতি করা যাবে না। স্বল্পকালীন ও দীর্ঘমেয়াদি দুই ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
স্বল্পকালীন সমাধান হিসেবে যশোর-খুলনা মহাসড়কের আমডাঙ্গা খাল খনন করে পানি বের করা হয়েছে।
উপদেষ্টা বলেন, গতবারের বর্ষার মতো এবার যাতে ভবদহ এলাকায় পানি না জমে, সেজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার হরি, ভদ্রা ও আপার ভদ্রা নদীর খনন কাজ শুরু হবে। জলাবদ্ধতা নিরসনে যেসব সেচপাম্প কাজ করছে, সেগুলোর বিদ্যুৎ বিল ইতোমধ্যে ৪৬ শতাংশ কমিয়েছে পল্লী বিদ্যুৎ। ভবদহ এলাকার মানুষের জন্য কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।