আইপিএলের চলমান আসর শুরুর আগেই বিতর্কে জড়ান জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও সাইমন ডুল। কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় তাদের ইডেনে ধারাভাষ্য দেওয়া থেকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
সোমবার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সিএবির পক্ষ থেকে বিসিসিআইকে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে যেন হার্শা ভোগলে ও সাইমন ডুলকে ইডেনে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ধারাভাষ্যকার হিসেবে না রাখা হয়। বোর্ডের কাছে দাবি করা হয়, পিচ প্রস্তুতকারকের সমালোচনার মাধ্যমে তারা পুরো সংস্থাকে অপমান করেছেন।
আইপিএলের প্রথম ম্যাচেই কেকেআরের হার এবং পিচ নিয়ে অধিনায়ক অজিঙ্ক রাহানের অসন্তোষ থেকেই এই বিতর্ক শুরু। রাহানে স্পিন সহায়ক উইকেট না পাওয়ার কথা বলার পর ইডেন কিউরেটর সুজন চক্রবর্তী জানান, 'সম্পূর্ণ স্পিন সহায়ক পিচ তৈরি সম্ভব নয়। যতদিন আমি দায়িত্বে থাকব, ততদিন তা হবে না।'
এই বক্তব্যের পরই হার্শা ভোগলে ও সাইমন ডুল কড়া সমালোচনা করেন। ডুল বলেন, 'টাকা দিয়ে স্টেডিয়াম ব্যবহার করেও যদি দল পছন্দমতো পিচ না পায়, তাহলে ঘরের মাঠ বদলে ফেলা উচিত। কিউরেটরের কাজ খেলা বিশ্লেষণ করা নয়।' ভোগলে বলেন, 'ঘরের মাঠে খেললে দলকে সেই সুবিধা দেওয়া উচিত। পিচ বদলানো সম্ভব নয় বলাটা মানা যায় না।'
তবে ভোগলে এই নিষেধাজ্ঞার দাবি নাকচ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, 'কলকাতার ম্যাচে আমি কেন ছিলাম না, তা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ওই ম্যাচটি আমার ধারাভাষ্য তালিকায় ছিল না। পরবর্তী ম্যাচে আমার পরিবারের একজন অসুস্থ থাকায় যেতে পারিনি।'
তিনি আরও জানান, আইপিএলের প্রতিটি ধারাভাষ্য ম্যাচ আগেই নির্ধারিত হয়, এবং তার সেই অনুযায়ী কাজ করতে হয়।
বিডি প্রতিদিন/মুসা