রাজশাহীর আলু যাচ্ছে মালয়েশিয়াসহ মধ্যপাচ্যের বেশ কয়েকটি দেশে। জেলার বাগমারা উপজেলা থেকে আলু রপ্তানি হচ্ছে উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছী গ্রামের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এই আলু রপ্তানি করছেন। তিনি এখন পর্যন্ত ২১০ মেট্রিক টন আলু রপ্তানি করেছেন। প্রতিদিন এ অঞ্চল থেকে ৩০-৪০ ট্রাক আলু পাঠানো হচ্ছে চট্টগ্রাম বন্দরে। জাহাঙ্গীর আলম জানান, ১০০-৩০০ গ্রাম ওজনের আলু বাছাই করে তা প্যাকেট করা হয়। গ্রেডিং করতে প্রতি কেজি আলু ৩-৪ টাকা খরচ পড়ে। এই আলুগুলো স্থানীয় তাহেরপুর, ভবানীগঞ্জ, শিকদারী, হামিরকুৎসা, যাত্রাগাছী, হাটগাঙ্গোপাড়া বাজার থেকে সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে এনে প্যাকেট করা হয়। বড় আকৃতির কুম্ভীকা জাতের আলুগুলোকেই রপ্তানির জন্য গ্রহণ করা হচ্ছে।
প্রতি প্যাকেটে ৭-৯ কেজি করে আলু নেওয়া হয়। প্রতি কেজি আলুতে এক টাকা পরিমাণ লাভ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সাউথ ব্রিজ এগ্রোর মাধ্যমে মালয়েশিয়ায় এ আলু রপ্তানি করা হচ্ছে।
বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, কুম্ভিকা জাতের নতুন আলু রপ্তানি শুরু হয়েছে। তারা ইতোমধ্যেই রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তাদের চাহিদা সম্পর্কে বিস্তারিত জানা হচ্ছে। কৃষকদের সব রকমের সহযোগিতা করছেন।