বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের গাছা থানার তিনটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এনটিএমসির সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করা হলে আদালতের বিচারক মো. ওমর হায়দার শুনানি শেষে এই ছয়জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর মহানগর কোট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের গাছা এলাকায় হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা করা হয়। এসব মামলায় ওই ছয়জনের নাম থাকায় গতকাল সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাধন চন্দ্র মজুমদার এবং কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কামরুল ইসলাম, জিয়াউল আহসান ও নজরুল ইসলামকে আদালতে আনা হয়। গাজীপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা এসব আসামিকে তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বিচারক গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।