আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সিরিজে আনন্দ-হতাশার বিপরীতমুখি অনুভূতির স্বাদ পেলেন হাসান নওয়াজ। টানা দুই শূন্যর পর উপহার দিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। শেষটায় আবার শূন্য রানে ফিরে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের ওপেনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে অভিষেকে ২ বলে শূন্যর পর দ্বিতীয়টিতে ৩ বলে শূন্য রান করেই সাজঘরে ফেরেন নওয়াজ। তৃতীয় ম্যাচে ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের বিধ্বংসী ইনিংসে দলকে জেতান তিনি। ওই ম্যাচে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ৪৪ বলে, পাকিস্তানের হয়ে এই সংস্করণে যা দ্রুততম শতক।
পরে আবার ব্যর্থতায় ডুবে যান। চতুর্থ ম্যাচে তিনি আউট হয়ে যান ৪ বলে ১ রান করে। ওয়েলিংটনে বুধবার শেষ ম্যাচে ৩ বল খেলে শূন্য রানে আউট হন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর প্রথম ক্রিকেটার হিসেবে ছেলেদের কোনো টি-টোয়েন্টি সিরিজে তিনবার শূন্য রানে আউট হলেন নওয়াজ। সব দেশ মিলিয়ে এই স্বাদ পেয়েছেন তিনিসহ ১২ জন ক্রিকেটার।
পাকিস্তানের ৪-১ ব্যবধানে হারা সিরিজে পাঁচ ম্যাচে ২৬.৫০ গড়ে নওয়াজের রান ১০৬। আগের ১১ জনের কারও ব্যাটিং গড় সিরিজে ১৩ এর বেশি নয়। তাদের মধ্যে সর্বোচ্চ গড় ভানুয়াতুর অ্যান্ড্রু মানসেলের, ১২.২০। ২০১৯ সালে মালয়েশিয়ার বিপক্ষে ওই সিরিজে পাঁচ ম্যাচে তিনি করেন ৬১ রান, সর্বোচ্চ ইনিংস ৩৮।
মেয়েদের টি-টোয়েন্টিতে এক সিরিজে সর্বোচ্চ চারবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আছে যৌথভাবে সাত ব্যাটারের, তাদের সবাই সহযোগী দেশগুলোর। পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ তিনবার করে শূন্য রানে ফেরার রেকর্ড যৌথভাবে ইংল্যান্ডের ইবোনি রেইনফোর্ড-ব্রেন্ট ও পাকিস্তানের ফাতিমা সানার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ