এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন কাজেম শাহ কিরমানি।
কুঁচকির চোটে ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না এই মিডফিল্ডারের। তার ছিটকে যাওয়া নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। গতকাল রাতে ডান পায়ের কুঁচকিতে ব্যথা বেড়ে যায় কাজেমের।
ব্যথা এতটাই বেড়েছে যে আজ ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকছেন না তিনি। আমের খান বলেছেন, ‘ব্যথা আগে থেকেই ছিল। কাল রাতে অনেক বেড়ে যায়। এ কারণে তার খেলা হচ্ছে না।’
শিলংয়ের জওহারেরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে চলেছে হামজা চৌধুরীর। দুই দলের দ্বৈরথ নিয়ে হচ্ছে তুমুল আলোচনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
বিডি প্রতিদিন/মুসা