জয় দিয়ে ফিফা মার্চ উইন্ডো শুরু করেছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর আগামী বুধবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। চোটের কারণেই আগেই এই দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন গোলরক্ষক এডারসন মোরায়েস। এবার নতুন করে প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারও চোটে পড়েছেন।
গতকাল (শুক্রবার) বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২-১ গোলে জয়ের ম্যাচটিতে ৭১ মিনিটে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দু'জনকেই মাঠ ছাড়তে হয়। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। তবে বেকারের চোটের কারণে নতুন কাউকে স্কোয়াডে নিতেই হতো। আর্জেন্টিনা ম্যাচের আগে তার বিকল্পসহ ব্রাজিল দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে।
কলম্বিয়া ম্যাচের মাত্র ২৮ মিনিটেই চোটের জন্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও। এ ছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। সবমিলিয়ে চারটি পরিবর্তন আনতেই হতো ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে। তাদের পরিবর্তে ডাক ফুটবলাররা এর আগে দরিভালের প্রাথমিক দলে ছিলেন। চূড়ান্ত দলে জায়গা না হলেও আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের সামনে এখন খেলার হাতছানি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ