ঘরের মাঠে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এদিন অতিরিক্ত দুজন খেলোয়াড়কে বদলি (সাবস্টিটিউট) হিসেবে নামিয়েছিল। যা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল।
তবে যারা ম্যাচটি দেখেছেন তারা সেই ধাঁধা ধরে ফেলার কথা। সবমিলিয়ে এদিন ব্রাজিল মাঠে সাত জনকে সাব করিয়েছে। যদিও তাতে কোনো নিয়ম লঙ্ঘন হয়নি।
ব্রাজিলের জয় নিশ্চিত করা গোলের পর শেষদিকে কোচ দরিভাল জুনিয়র তুলে নেন ভিনিসিয়ুস জুনিয়রকে। তাকে বদলি করে নামানো হয় লিও ওরটিজকে। অথচ তিনি সেলেসাওদের সপ্তম বদলি খেলোয়াড়। মূলত কনকাসনের (ইনজুরিজনিত বদলি) কারণে দুটি বাড়তি খেলোয়াড় নামায় ব্রাজিল। যা নিয়মের অধীনে থেকেই। এই ম্যাচে চোটের কারণে খেলার মাঝেই মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার গারসন ও গোলরক্ষক অ্যালিসন বেকারকে। ফলে তাদের স্থলাভিষিক্ত কাউকে তো নামাতেই হতো। সেটি অবশ্য স্বাভাবিক সাবস্টিটিউটের আওতায় পড়বে না।
চে ব্রাজিল ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ