টি-টোয়েন্টি খেলায় ২০০ ছাড়ানো পুঁজি এখন প্রায় নিয়মিত ঘটনা। গত বছর আইপিএলে ২৫০ রানও তাড়া করতে দেখা গেছে, আর সানরাইজার্স হায়দ্রাবাদ তো প্রায় ৩০০ রান তাড়া করতে পৌঁছেছিল। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইমপ্যাক্ট বদলির নিয়মের প্রভাবে এবার ৩০০ রানও দেখা যেতে পারে বলে মনে করছেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুবমান গিল।
জিওস্টারের সঙ্গে এক আলোচনায় গিল বলেন, 'খেলার গতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে মনে হচ্ছে আমরা কোনো ম্যাচে ৩০০ রান দেখবো। গত বছর আমরা কিছু ম্যাচে খুব কাছে পৌঁছেছিলাম। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা রোমাঞ্চ যোগ করেছে এবং আইপিএলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আইপিএলের অন্যতম সেরা দিক হলো প্রতিদিন একজন নতুন খেলোয়াড় তারকা হিসেবে আবির্ভূত হয়।'
২০২৪ আইপিএল মৌসুমে ব্যাটিং কৃতিত্বের নতুন নজির স্থাপন হয়েছে। পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান তাড়া করে জয় পায়, এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭/৩ রান করে নতুন রেকর্ড গড়েছে।
গত বছর গুজরাট টাইটান্সের ভালো সময় কাটেনি। তবে এবার তারা রান বন্যার স্রোতে প্রবাহিত হয়ে নিজেদের উজ্জীবিত করতে চায়। গিল বলেন, 'আমাদের পরিকল্পনা হলো যতটা সম্ভব রান করা এবং যতটা সম্ভব কম উইকেট হারানো। গত মৌসুমে আমরা পাওয়ারপ্লে বা পরে ভালো করতে পারিনি। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি, আর তারই ফলস্বরূপ আমরা কোয়ালিফাই করতে পারিনি।'
বিডি প্রতিদিন/মুসা