আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। সেই পাকিস্তানই কি না ৮ দলের মধ্যে হলো অষ্টম। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে দলটি। অত্যন্ত বাজে পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। যে কারণে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে আছে, এমনটাই মন্তব্য করেছেন সাবেক তারকা শহীদ আফ্রিদি।
দলের হার নিয়ে আফ্রিদির মন্তব্য, ‘প্রতিবার আমরা টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি নিয়ে কথা বলি। আইসিসি ইভেন্টে আমরা বরাবরই খারাপ করছি। বিদায় নেওয়ার পর আমরা বলি সার্জারি লাগবে! বিষয়টা হচ্ছে পাকিস্তান ক্রিকেট আইসিইউতে আছে, ভুল সব সিদ্ধান্তে জন্য।’
শুধু তাই নয় অলরাউন্ডার শাদাব খানের দলে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন আফ্রিদি। এই বিষয়ে তিনি বলেন, ‘কীসের ভিত্তিতে শাদাব খানকে দলে নেয়া হয়েছে? ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স কী? অন্য কোন কারণে তাকে দলে ফিরিয়ে আনা হলো?’
বোর্ডের সমালোচনা করে আফ্রিদি বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত ও পলিসিতে কোনো ধারাবাহিকতা নেই। বারবার অধিনায়ক পরিবর্তন, কোচ পরিবর্তন, স্কোয়াড পরিবর্তন। দিনশেষে বোর্ডের কর্মকর্তাদের কোনো জবাবদিহিতা নেই। সব দায়ভার কোচ ও অধিনায়কের ওপর ঝুলতে থাকে। তাহলে আমাদের ক্রিকেট আগাবে কীভাবে?’
ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই পরিবর্তনের হাওয়া পাকিস্তান ক্রিকেটে। কোচিং স্টাফের পাশাপাশি অধিনায়কত্বেও এসেছে বদল। এতকিছু করেও কাঙ্ক্ষিত পারফরম্যান্স পায়নি পিসিবি। পেশাদার ব্যক্তিদের অভাবেই পিছিয়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট, এমনটাই মত আফ্রিদির।
বিডি প্রতিদিন/মুসা