চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের সেরা দলে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার, ওপেনার ইব্রাহিম জাদরানের সঙ্গে আছেন অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাই। দলের অধিনায়ক হিসেবে আছেন রানার্সআপ নিউ ল্যান্ডের মিচেল স্যান্টনার।
দুবাইয়ে গত রবিবার ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয় ভারত। পরদিন টুর্নামেন্টের ১২ জনের সেরা দল প্রকাশ করে আইসিসি। যেখানে ৬ জনই আছেন ভারত থেকে। আট দলের টুর্নামেন্টে সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার সেরা দলে জায়গা পাননি।
অধিনায়ক স্যান্টনার ও টুর্নামেন্টের সেরা রাচিন রাভিন্দ্রাসহ রানার্সআপ নিউ জিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন মোট চার জন। দলের পাঁচ ম্যাচের চারটিতে খেলে দুইটি সেঞ্চুরি করেন রাভিন্দ্রা। ৬৬.৭৫ গড় ও ১০৬.৪৭ স্ট্রাইক রেটে ২৬৩ রান করে আসরের সর্বোচ্চ স্কোরার তিনি। বল হাতে ওভারপ্রতি মাত্র ৪.৬৬ রান দিয়ে তিনি উইকেট নেন ৩টি।
বিশ্বের অষ্টম ও নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে একাধিক সেঞ্চুরির কীর্তি গড়েন রাভিন্দ্রা। আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি, ১৩ ইনিংসে। তিন ম্যাচে ২১৬ রান করেন আফগানিস্তানের ইব্রাহিম। ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের ম্যাচে তিনি খেলেন ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এটি।
টপ অর্ডারে জায়গা পাওয়া আরেক জন বিরাট কোহলি। পাঁচ ম্যাচে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেন ভারতীয় তারকা। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী অপরাজিত সেঞ্চুরি ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। মিডল অর্ডারে ভারতের শ্রেয়াস আইয়ারের সঙ্গে আছেন তার স্বদেশি কিপার-ব্যাটসম্যান লোকেশ রাহুল, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও আফগানিস্তানের ওমারজাই।
২০২৪ সালে ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার ওমারজাই ৩ ম্যাচে ব্যাট হাতে ১৪০ রানের পাশাপাশি হাত ঘুরিয়ে উইকেট নেন ৭টি। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে ৪১ রানের পর বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। পেস আক্রমণে ভারতের মোহাম্মদ শামির সঙ্গী নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চোটের কারণে ফাইনালে খেলতে না পারলেও ১০ উইকেট নিয়ে হেনরিই আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। পাঁচ ম্যাচে শামির শিকার ৯টি।
মাত্র ৩ ম্যাচ খেলে ৯ উইকেট নেওয়া ভারতীয় রহস্য স্পিনার ভারুন চক্রবর্তির সঙ্গে স্পিন বিভাগে আছেন স্যান্টনার। সেরা দলের ১২তম খেলোয়াড় ভারতের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দল: রাচিন রাভিন্দ্রা (নিউ জিল্যান্ড), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ভিরাট কোহলি (ভারত), শ্রেয়াস আইয়ার (ভারত), লোকেশ রাহুল (ভারত), গ্লেন ফিলিপস (নিউ জিল্যান্ড), আজমাতউল্লাহ ওমারজাই (আফগানিস্তান), মিচেল স্যান্টনার (নিউ জিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), ম্যাট হেনরি (নিউ জিল্যান্ড), ভারুন চক্রবর্তি (ভারত), আকসার প্যাটেল (ভারত)
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ