প্রতিপক্ষ বোলারাদের কচুকাটা করে মোহাম্মদ নাঈম শেখ খেললেন ১৭৬ রানের বিস্ফোরক ইনিংস। সঙ্গে সতীর্থদের কার্যকর অবদানে চারশ ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যেখানে এত দিন ছিল না বাংলাদেশের আর কোনো ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে অল্পেই গুটিয়ে অনায়াসে ম্যাচ জয়ের পরও এত বড় অর্জন সম্পর্কে জানতেন না বিধ্বংসী সেঞ্চুরি করা নাঈম।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (৯ মার্চ) ব্রাদার্সের বিপক্ষে ৮ উইকেটে ৪২২ রান করে প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগ তো বটেই, লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের মাঠে যে কোনো দলের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪০৮ রান করেছিল ভারত। সেটি ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক। একইসঙ্গে দেশের প্রথম দল হিসেবে এই সংস্করণে চারশ রানের মাইলফলক ছুঁয়েছে তারা।
প্রাইম ব্যাংকের ইতিহাস গড়ার নায়ক নাঈম। ক্যারিয়ার সেরা ইনিংসে ১২৫ বলে ১৮ চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন ২৫ বছর বয়সী ওপেনার। ব্রাদার্সকে ২৪৯ রানে গুঁড়িয়ে দলের ১৭৩ রানের জয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ শেষে ইতিহাস গড়ার প্রতিক্রিয়ায় খানিক মজাই করলেন নাঈম।
তিনি জানান, আমি আছি দেখেই তো এরকম ইতিহাস হয়েছে (হাসি)। নাহ… অবশ্যই, এরকম কিছু যখন হয়, খুব ভালো লাগে। দলের জন্য ভালো অবদান রাখতে পারলে… হয়তো এত ভালো শেষ হবে বুঝতে পারিনি। টপ-অর্ডার হিসেবে আপনি যখন এমন শুরু দিতে পারবেন, তখন ভালো লাগবে। এরকম ভালো একটা সংগ্রহ দিতে পেরে অবশ্যই ভালো লাগছে। এটা কি ইতিহাস? তা তো আমি জানতাম না। এখন শুনে ভালো লাগছে।
প্রাইম ব্যাংকের পাশাপাশি নাঈমের সামনেও ছিল নতুন ইতিহাস গড়ার হাতছানি। একসময় মনে হচ্ছিল, ডাবল সেঞ্চুরি করে সৌম্য সরকারের সঙ্গী হবেন তিনি। অথবা তাকে ছাড়িয়ে যাবেন আরও অনেক দূর। শেষ পর্যন্ত তা হয়নি। বিধ্বংসী ইনিংস খেলে সালাউদ্দিন শাকিলের বলে যখন ক্যাচ আউট হন তিনি, তখনও ইনিংসের বাকি ৬৯ বল। তাই ২০১৯ সালে সৌম্যর ২০৮ রান এখনও লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের একমাত্র ডাবল সেঞ্চুরি।
আউট হওয়ার সময় আরও কিছুক্ষণ খেলতে না পারার হতাশা পোড়াচ্ছিল নাঈমকে। তিনি বলেন, ঠিক (আউট হওয়ার) ওই সময় মনে হচ্ছিল, আরেকটু মনোযোগ থাকলে ভালো হতো। আমি হয়তো ৩৬-৩৭ ওভারে (আসলে ৩৯তম ওভারে) আউট হয়েছি। আরেকটু শেষ করতে পারলে... ৪৪-৪৫ ওভার পর্যন্ত যেতে পারলে হয়তো আলাদা কিছু অর্জন করতে পারতাম।
তবে আরও ২৪ রান করতে না পারার আক্ষেপ মনে পুষে রাখতে চাইছেন না বাঁহাতি ওপেনার। তিনি জানান, লম্বা একটা ইনিংস খেলতে পেরেছি। খুব ভালো লাগছে। (২৪ রান করতে না পারার) আক্ষেপ নেই, ভালো খেলতে পেরেছি। ১৭৬ রান করতে পেরে অবশ্যই ভালো লেগেছে। কোনো আক্ষেপ নেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ