আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী দল ট্রফির সঙ্গে পাবে প্রাইজমানি। তবে চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ সম্মাননা হিসেবে থাকবে 'সাদা ব্লেজার'। যা টুর্নামেন্টটির ঐতিহ্যে পরিণত হয়েছে। ফাইনালে বিজয়ী দলের সদস্যরা এই সাদা ব্লেজার গায়েই ট্রফি হাতে উল্লাস করে।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা আসরে জয়ী দল অস্ট্রেলিয়াকে প্রথমবার দেয়া হয় এই 'সাদা ব্লেজার'। মূলত মিনি বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেয় আইসিসি। এরপর এটি গায়ে চাপিয়েছে ভারত ও পাকিস্তান। চতুর্থ দল হিসেবে আজ সেটি পেতে পারে নিউজিল্যান্ড। আর ভারতের সামনে সুযোগ প্রথম দল হিসেবে দুইবার এই ব্লেজার নিজেদের করে নেয়ার।
জানা গেছে, মুম্বাইয়ের ফ্যাশান ডিজাইনার ববিতা এমের মস্তিষ্কপ্রসূত ওই সাদা রঙের ব্লেজার। এটি তৈরি হয় ইতালিয়ান উলের সঙ্গে টেক্সার ও স্টাইপস দিয়ে। সাদা রঙের জ্যাকেটে সোনালি রঙের সুতো দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো এমব্রয়ডারি করা থাকে।
২০০৯ সাল থেকে শুরু হলেও এরইমাঝে এটি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতীক হয়ে উঠেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে আইসিসিক পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। যেখানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম এই ব্লেজার নিয়ে বলেছিলেন, ‘আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি সেরার সেরাদের তুলে ধরে। সাদা ব্লেজার এর গুরুত্বের পরিচয় দেয়।’
বিডি প্রতিদিন/মুসা