আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের সামনে চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত নিউজিল্যান্ড। তবে ফাইনালের আগে ভারতের শিবিরে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। অনুশীলনে বলের আঘাতে হাঁটুতে চোট পেয়েছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার বিরাট কোহলি।
শনিবার (৮ মার্চ) দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময় কোহলির হাঁটুতে জোরালোভাবে বল লাগে। আঘাত পাওয়ার পরই তিনি মাটিতে পড়ে যান, সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন দলের ফিজিও। কোহলির হাঁটুতে তড়িঘড়ি স্প্রে করার পর ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আঘাতের পর কোহলির মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল। তবে দলের মনোবল ঠিক রাখতে তিনি মাঠ ছাড়েননি। ফিজিওর তত্ত্বাবধানে কিছুক্ষণ পরেই স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায় তাকে।
ফাইনালে খেলতে পারবেন কোহলি?
শুরুতে কোহলির চোট গুরুতর বলে আশঙ্কা করা হলেও, দলের ম্যানেজমেন্ট জানিয়েছে, ফাইনালের আগে তার ব্যথা কমে যেতে পারে। তবে বাড়তি সতর্কতা হিসেবে তিনি বাকি অনুশীলন সেশন থেকে বিরত ছিলেন।
চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ম্যাচে ৭২.৩৩ গড়ে ২১৭ রান করেছেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস ছিল তার সেরা পারফরম্যান্স। তাই ফাইনালের আগে তার চোট পুরো দলের জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিডি প্রতিদিন/আশিক