ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। যে কারণে ক্রিকেটারদের কঠোর সমালোচনা করছে সাবেক ক্রিকেটাররা।
এবার পাকিস্তান দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তাদেরই সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার মতে, পাকিস্তান দল শুধু টাকার জন্যই খেলে। সাবেক এই তারকা অলরাউন্ডার একইসঙ্গে আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার দাবিও উড়িয়ে দিয়েছেন। হাফিজ মনে করেন, ভারত এমন এক দল যারা আইসিসি টুর্নামেন্ট জেতাকে অগ্রাধিকার দেয় এবং সেই লক্ষ্য পূরণে ধারাবাহিকভাবে পারফর্ম করে।
হাফিজ বলেন, 'আপনি যদি আমাদের (পাকিস্তান) দিকে দেখেন, আমরা দুইবার হাইব্রিড মডেলে (এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি) রাজি হয়েছি। এই মডেল থেকে টাকা ছাড়া আমাদের আর কোনো অর্জন নেই। তাই আমরা কিছু টাকা কামানোর জন্য এটা করেছি, আলাপ শেষ।'
দেশের সমালোচনা করার দিনে ভারতের প্রশংসাও করেন তিনি। হাফিজের ভাষ্য, কোনো দল যদি জেতার জন্য খেলে, সেটি হচ্ছে ভারত। তারা আইসিসি ট্রফি জিততে চায়। আমরা প্রায়ই বলি তারা (ভারত) বাড়তি সুবিধা পায়। তারা আসলে কারও কাছ থেকেই বাড়তি সুবিধা পায় না। তারা যা কিছু অর্জন করে তা তাদের ক্রিকেট খেলার যে কোয়ালিটি সেটির জন্যই।
এ নিয়ে টানা তিনটি আইসিসি আসরে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ব্যর্থতার জন্য নব্বইয়ের দশকের খেলোয়াড়দের কাঠগড়ায় তুলেছেন হাফিজ, ‘আমি ৯০-এর দশকে খেলা ক্রিকেটারদের বিশাল ভক্ত, কিন্তু উত্তরাধিকার প্রসঙ্গে বলতে গেলে, তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যাননি। তারা কোনো আইসিসি ইভেন্ট জিততে পারেননি- ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ বিশ্বকাপে তারা হেরেছে। আমরা ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিলাম, কিন্তু বাজেভাবে হেরেছিলাম।’
বিডি প্রতিদিন/মুসা