আজও কয়েন ভাগ্য পাশে পেলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের কাছে টসে হারেন কাপ্তান রোহিত। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে টস হারের তালিকা আরও দীর্ঘ হল ভারত এবং রোহিত শর্মার।
ওডিআই ক্রিকেটে টস ভাগ্য সাম্প্রতিক সময়ে একেবারেই টিম ইন্ডিয়াকে সঙ্গ দিচ্ছে না। এই নিয়ে একদিনের ক্রিকেটে টানা ১৪ নম্বর ম্যাচে টসে হারল ভারত। অধিনায়ক রোহিত শর্মা এই নিয়ে টানা ১১ বার টস হারলেন। মঙ্গলবার (৪ মার্চ) টসের কয়েন তুলেছিলেন রোহিত। স্মিথ হেড কল করেন এবং টসে জেতেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন স্মিথ।
দুবাইয়ে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ভারত ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে টসে প্যাট কামিন্সের কাছে হেরেছিলেন রোহিত। সেই ম্যাচ হেরে খেতাব জয় ভারতের অধরাই থাকে টিম ইন্ডিয়ার। এরপর থেকে ওডিআই ক্রিকেটে টস জয় অধরাই থেকেছে ভারতীয় দলের, যা বজায় থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও।
দক্ষিণ আফ্রিকা সফর, শ্রীলঙ্কা সফরের একদিনের ম্যাচে ভারত যেমন টসে হারে তেমনই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেও টসে জিততে পারেননি রোহিত। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে তিন ম্যাচেই টসে হারেন রোহিত।
একদিনের ক্রিকেটে সবথেকে বেশি টানা টসে হেরেছেন ব্রায়ান লারা। অক্টোবর ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত তিনি ১২টি একদিনের ম্যাচে হেরেছিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক পিটার বোরেন টানা ১১টি ম্যাচে টসে হেরেছেন। এবার কিউই অধিনায়কের রেকর্ড স্পর্শ করলেন রোহিতও। কারণ তিনিও টানা ১১টি একদিনের ম্যাচে টসে হারলেন।
বিডি প্রতিদিন/নাজিম