চলছে মাহে রমজান মাস। এই মাসে ধর্মীয় বিধিনিষেধ মেনেই পানাহার থেকে দূরে থাকছেন ইসলাম ধর্মের অনুসারী ফুটবলাররা। আর তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেলজিয়ান প্রো লিগ এবং ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ।
রমজানে সূর্যাস্তের সময়ে চলমান এফএ কাপের সব ম্যাচেই বিশেষ বিরতির নিয়ম চালু করেছে এফএ। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা না গেলেও, এফএ কাপের ম্যাচগুলোতে থাকবে বিশেষ ‘রামাদান ব্রেক।’ মুসলমান খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতেই এই বিশেষ বিরতির কথা জানানো হয়েছে। চলতি রমজানে এফএ কাপের সূচিতে পঞ্চম রাউন্ডের দুটি করে ম্যাচে থাকছে এই নিয়ম।
একইরকম বিশেষ ‘রামাদান ব্রেক’ আসছে বেলজিয়ান প্রো-লিগে। মাত্র ৫ শতাংশ মুসলমানের দেশটিতেও সূর্যাস্তের সময়ে ম্যাচগুলোতে বিরতি থাকছে। লিগের ১৪তম স্থানের দল সেইন্ট ট্রুইডেন্স এবং কে. ভি. কোর্টরির্টজের মধ্যেকার ম্যাচে ছিল বিশেষ ‘রামাদান ব্রেক’ এর ব্যবস্থা। ম্যাচের ১২ মিনিটের মাথায় ছিল সেই বিরতি। ম্যাচটি সেইন্ট ট্রুইডেন্স জিতে নেয় ৪-২ গোলে।
এছাড়া প্রতিবছরের মতো এবারেও অস্ট্রেলিয়ার শীর্ষ ফুটবল লিগ ‘এ’-লিগে আছে ইফতার ব্রেকের ব্যবস্থা। বিগত কয়েক বছর ধরেই চলছে অস্ট্রেলিয়ার ফুটবলে এই বিশেষ উদ্যোগ।
বিডি প্রতিদিন/নাজিম