বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে আগেই শঙ্কা তৈরি হয়েছিল। মাঠ ভেজা থাকায় যথাসময়ে টস হয়নি এ ম্যাচের। কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় টস করা যায়নি। ফলে দুপুর ৩টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। এ তথ্য জানেয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
আজ বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগে দেশটির আবহাওয়া বিভাগ বড় দুঃসংবাদ দিয়েছে। তারা জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ শহরটির তাপমাত্রা কমে যেতে পারে। পাশাপাশি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ১২ কি.মি গতিতে বাতাসও হতে পারে। যে কারণে দুই দলের মাঠে নামা নিয়ে শঙ্কা আছে।
এর আগে অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। একই কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-পাকিস্তান। আজ সকাল থেকেই দেখা গিয়েছিল মেঘ আর বৃষ্টি। যা এখনও চলমান। যে কারণে ম্যাচ হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।
বিডি প্রতিদিন/মুসা