ইব্রাহিম জাদরানের ১৭৭ রানে ভর করে ইংল্যান্ডের সামনে রানের পাহাড় গড়েছে আফগানিস্তান।
আজ বুধবার লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৫ রান করেছে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন ইব্রাহিম। তাছাড়া ২৪ বলে ৪০ রান করেছেন মোহাম্মদ নবি।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি আফগানিস্তান। নতুন বলে দুই প্রান্ত থেকেই রীতিমতো আগুন ঝরিয়েছেন জোফরা আর্চার ও মার্ক উড। তাদের পেসের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি আফগানদের উদ্বোধনী জুটি। ৬ রান করা আর্চার বোল্ড হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ১১ রানের জুটি।
তিনে নেমে ব্যর্থ সাদিকুল্লাহ আতাল। ৪ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর অভিজ্ঞ রহমত শাহও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪ রান করে রহমত ফিরলে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। সেখান থেকে আফগানদের টেনে তোলেন ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শাহিদি।
হাশমতউল্লাহ ৬৭ বলে ৪০ রান করেছেন। চতুর্থ উইকেটে ইব্রাহিমের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন হাশমতউল্লাহ। ছয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩১ বলে ৪১ রান করেন আজমতউল্লাহ ওমরজাই।
আজমতউল্লাহর বিদায়ের পর উইকেটে এসেই শট খেলতে থাকেন মোহাম্মদ নবি। আরেক প্রান্তে তখন সেট ব্যাটার ইব্রাহিম। দুজনে মিলে ইংলিশদের ওপর তাণ্ডব চালান। নবি ২৪ বলে ৪০ রান করে ফিরলেও বড় সেঞ্চুরি করেছেন ইব্রাহিম।
৬৫ বলে ফিফটি করেছিলেন ইব্রাহিম। ১০৬ বলে সেঞ্চুরি করেন তিনি। সেঞ্চুরির পর আরো বিধ্বংসী হয়ে ওঠেন। পরের ফিফটি করেন মাত্র ২৮ বলে। ১৩৪ বলে স্পর্শ করেন ১৫০ রানের মাইলফলক। শেষ পর্যন্ত ১৪৬ বলে ১৭৭ রান করেছেন এই ওপেনার।
বিডি প্রতিদিন/মুসা