চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়ায় শঙ্কায় আয়োজক পাকিস্তান। গতকাল ভারতের কাছে ছয় উইকেটে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। কোনো বৈশ্বিক ক্রিকেট প্রতিযোগিতায় আয়োজক দেশ এত দ্রুততম সময়ে সর্বশেষ কবে বিদায় নিয়েছে, তা নিয়ে গবেষণা হতেই পারে। তবে গত রাত থেকে পাকিস্তানের ক্রিকেট মহলে আলোচনায় রিজওয়ান-বাবর-আফ্রিদিদের হতাশাজনক পারফরম্যান্স। ক্ষোভে ফুঁসছেন দেশটির তারকা ক্রিকেটাররা।
রবিবার রাতে ম্যাচ শেষে ইউটিউব চ্যানেল স্পোর্টস সেন্ট্রালের ড্রেসিংরুম অনুষ্ঠানের ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছেন, ‘আসলে এ ধরনের হারের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছি। হয়েছে, যথেষ্ট হয়েছে। আমরা গত দুই বছর ধরে এই খেলোয়াড়দের নিয়ে হেরেই চলেছি। এখন সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’
সাহসী পদক্ষেপ বলতে কী বুঝিয়েছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন আকরাম, ‘আপনাকে তরুণ ও ভয়ডরহীন ক্রিকেটারদের নিতে হবে। দলে যদি পাঁচ-ছয়টা পরিবর্তন আনতে হয়, তাহলে সেটাই করুন। কোনো সমস্যা নেই। তাদের ছয় মাস সময় দিন ও সমর্থন করুন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল এখন থেকেই প্রস্তুত করতে শুরু করুন। ওদেরকে (বর্তমান দলের খেলোয়াড়দের) আমার দেখা হয়ে গেছে। ওরা অনেক সুযোগ পেয়েছে।’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেললেও জয়ের মুখ দেখেনি পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছিল পাকিস্তান। টুর্নামেন্টে কাগজে-কলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান। পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা এখন পুরোপুরি নিউজিল্যান্ডের ওপর নির্ভরশীল। যদি নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে জেতে, তাহলে পাকিস্তানের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে। তাহলে আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হয়ে দাঁড়াবে নিছক আনুষ্ঠানিকতার।
- ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব
- চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাকিস্তানের হার
- পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে
বিডি প্রতিদিন/নাজিম