আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এককথায় উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচটি ৬ উইকেটে জিতেছে রোহিতশর্মার দল। ২৪১ রানের জবাবে খেলতে নেমে ৪৫ বল হাতে রেখেই জয় পায় তারা। এদিন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম সেঞ্চুরি করা এই তারকা আরো একবার ম্যাচসেরা হয়ে জানালেন এভাবেই ওয়ানডে খেলতে পছন্দ করেন তিনি। ম্যাচে কয়েকটি রেকর্ডও গড়েছেন ভারতীয় তারকা।
কোহলির ফর্ম নিয়ে সাম্প্রতিক সময়ে কম সমালোচনা হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে থাকবেন কিনা, সেটা নিয়েও ছিল নানা প্রশ্ন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেও ভালো করতে না পেরে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। তবে হাই ভোল্টেজ পাকিস্তান ম্যাচের জন্য যেন সব জমিয়ে রেখেছিলেন এই তারকা। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পথে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় মহাতারকা। এই মাইলফলকে সবার চেয়ে এগিয়ে কোহলি।
পাশাপাশি ফিল্ডিংয়েও ক্যাচ নিয়ে আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছেন কোহলি। ২৯৯ ওয়ানডেতে ১৫৮ ক্যাচ নিয়ে ভারতীয়দের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন কোহলি। এর আগে ১৫৬ ক্যাচ নিয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের।
ফিল্ডিং নিয়ে কোহলি বলেন, ‘সত্যি বলতে বয়স বাড়লে তো ভালোই লাগে! যাদের ২৩-২৪ বছর তাদের কেমন লাগছে কে জানে, আমার তো ভালো লাগে! এই বয়সেও আমি মাঠে পরিশ্রম করতে চাই। ফিল্ডিংয়ে নিজের শতভাগ দিতে হবে। নিজের কাজটা করে যেতে হবে। এ নিয়ে গর্বও অনুভব করি। আপনি যখন মাথা নিচু রেখে নিজের কাজটা করবেন, কাজ হবে। পরিষ্কার একটা ধারণা গুরুত্বপূর্ণ, বলে যখন গতি থাকবে, আপনাকে রান করতে হবে।’
ম্যাচে স্পিনারদের দারুণ সামলেছেন কোহলি। ঝুঁকি নিয়েছেন পেসারদের বলে। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করেই সফল হয়েছেন এই তারকা।
কোহলি বলেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ব্যাটিং করলে ভালোই লাগে, যেখানে সেমিফাইনালে খেলার সম্ভাবনা সামনে আছে। রোহিত আউট হওয়ার পর আমার কাজ ছিল মাঝের ওভারগুলোতে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। স্পিনারদের নয়, পেসারদের বিপক্ষে ঝুঁকি নেওয়ার। ওয়ানডেতে আমি এভাবেই খেলি।’
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাকিস্তানের বিপক্ষে জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। অন্যদিকে টানা দুই ম্যাচ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/নাজিম