বাংলাদেশ জাতীয় নারী দলে এক যুগেরও বেশি সময় ধরে খেলেছেন সালমা খাতুন। এশিয়া কাপের শিরোপা এনে দেওয়ার মতো কীর্তিও রয়েছে তার ঝুলিতে। তবে গত দুই বছর খুলনার এই ক্রিকেটারকে আর জাতীয় দলে দেখা যায়নি। সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সালমা। সেটাই ছিল এখন পর্যন্ত তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
বুধবার থেকে শুরু হতে যাচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই আসরে মোহামেডানের হয়ে খেলবেন সালমা। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজের খেলা প্রসঙ্গে বলেন, "আসলে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি আমি। আরও দুই বছর হয়তো খেলব, তারপর সিদ্ধান্ত নেব কী করব না করব।"
মোহামেডানের স্কোয়াড নিয়ে সন্তুষ্টি জানিয়ে সালমা আরও বলেন, “আমাদের দল ভালো হয়েছে। অবশ্যই চেষ্টা করব শিরোপা ধরে রাখার। দলের ওপর আমার আত্মবিশ্বাস আছে। সবাই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই খেলবে।”
আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৪৬টি ওয়ানডে এবং ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অলরাউন্ডার সালমা। ব্যাট হাতে করেছেন ১১২৫ রান এবং অফব্রেক স্পিনে নিয়েছেন ১৩৬ উইকেট।
এদিকে, আবাহনী দলের অধিনায়ক ফারজানা হক পিংকি বলেন, "আমার দলটা নিয়ে আমি খুব আশাবাদী। আমার দলের সবাই পেশাদার এবং ভালো পারফরম্যান্স করার জন্য উদগ্রীব। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি, তাহলে আবাহনীর জন্য ইতিবাচক ফল আসবে।"
বিডি প্রতিদিন/আশিক