বিসিবির নির্বাচনের উত্তাপ এখন পুরোটাই ক্যাটাগরি-২ এর ক্লাবগুলোর ১২ পরিচালক নিয়ে। ঢাকার ক্লাবগুলোর ১২ পরিচালক পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০ জন কাউন্সিলর। ক্যাটাগরি-১ এর নির্বাচন ঘিরেও উত্তেজনা ক্রিকেটপাড়ায়। পরিচালক নির্বাচিত হবেন একজন। প্রার্থী তিনজন। ক্যাটাগরি-১ এর সাত বিভাগের ১০ পরিচালকের মধ্যে তিনজনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী- ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে মোট ছয় পরিচালক এবং সিলেট, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের একজন করে পরিচালক নির্বাচিত হবেন। বিসিবির পরিচালক ২৫ জন। ক্যাটাগরি-১, ২ এবং ৩-এ ২৩ পরিচালক নির্বাচিত হবেন সরাসরি ভোটে। দুজন মনোনীত জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। কাউন্সিলররা ভোট দেবেন ক্যাটাগরি অনুযায়ী। ক্যাটাগরি-১ এর ভোটাররা ভোট দেবেন বিভাগ অনুযায়ী। খুলনা বিভাগে মনোনয়নপত্র জমা দিয়েছেন খান আবদুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান। সিলেট বিভাগের রাহাত শামস ও বরিশাল বিভাগের শাখাওয়াত হোসেনের উজ্জ্বল সম্ভাবনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার। মনোনয়নপত্র যাচাইবাছাই আজ।
ক্লাব ক্যাটাগরিতে ৩০ কাউন্সিলর মনোনয়নপত্র জমা দেন। আলোচনায় থেকেও জমা দেননি ব্রাদার্স ইউনিয়নের ইশরাক হোসেন। অন্য আলোচিত প্রার্থী তামিম ইকবাল, ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক, ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, শানিয়ান তানিম নাভিন, ইফতেখার রহমান মিঠু, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, মনজুর আলম, মেজর ইমরোজ আহমেদ (অব.), সাইফুল ইসলাম সপু, মির্জা ইয়াসির আব্বাস, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, মোহাম্মদ লুৎফর রহমান। এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্লাব ক্যাটাগরিতে এম নাজমুল ইসলাম, সৈয়দ বোরহানুল ইসলাম, আবুল বাশার, আমজাদ হোসেন, সাঈদ ইব্রাহিম আহমেদ, আসিফ রব্বানী, আর এম নাজমুস সাকিব, মো. মোখছেদুল কামাল, মোহাম্মদ ফয়জুর রহমান, সাব্বির আহম্মেদ, মেহরাব আলম চৌধুরী, এ কে এম আহসানুর রহমান মল্লিক, মো. রকীবউদ্দিন ও ওমর শরীফ ইমরান। জমা দেননি কাকরাইল বয়েজের সালাহউদ্দিন চৌধুরী, যিনি বর্তমানে বিসিবির একজন পরিচালক।
ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগের পরিচালক দুজন। নির্বাচন করবেন তিনজন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। চট্টগ্রাম বিভাগের দুই পরিচালকের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন, আহসান ইকবাল চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, তারকা গায়ক আসিফ আকবর ও মো. শওকত হোসেন। রাজশাহী বিভাগের একজন পরিচালকের জন্য নির্বাচন করবেন হাসিবুল আলম, মুহাম্মদ মোখলেসুর রহমান, তাওহীদ তারিক খান ও শামস মতিন। রংপুর বিভাগের একজন পরিচালক হতে ভোট করছেন তিনজন, হাসানুজ্জামান, নুর-এ-শাহাদাত স্বজন ও রেহাতুল ইসলাম খোকা। সিলেটের একজন পরিচালকের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন রাহাত শামস। যাচাইবাছাই হয়ে গেলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। বরিশালের একজন পরিচালকের জন্য শুধুু মনোনয়নপত্র জমা দিয়েছেন শাখাওয়াত হোসেন। আজ যাচাইবাছাইয়ের পর তিনিই পরিচালক হবেন নিয়ম অনুযায়ী। ক্যাটাগরি-৩ এ একজন পরিচালকের জন্য নির্বাচিত করবেন খালেদ মাসুদ পাইলট, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও দেবব্রত পাল।