এশিয়া কাপের ফাইনালে ‘ট্রফিকাণ্ড’ নিয়ে সারা দুনিয়ায় আলোচনা চলছে। তর্কবিতর্ক কম হচ্ছে না। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি। এ খবরকে মিথ্যা দাবি করেছেন নকভি। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, ভারতকে ট্রফি নিতে হলে তার হাত থেকেই নিতে হবে।
এশিয়া কাপ ফাইনালের পর এসিসি প্রধান হিসেবে মহসিন নকভির ট্রফি দেওয়ার কথা ছিল। তবে ভারত তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এই ঘটনা নিয়ে শুরু হয় চরম উত্তেজনা। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন অনুষ্ঠান উদযাপন করে ভারত। এর আগে এমন ঘটনা ঘটেনি ক্রিকেট ইতিহাসে। ঘটনার রেশ এখনো শেষ হয়নি। এসিসির সভায় ট্রফির বিষয়টি উত্থাপন করে ভারত। তবে এনিয়ে কোনো আগ্রহ দেখাননি এসিসি প্রধান। পরবর্তীতে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়, বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছেন নকভি। এ দাবির বিপক্ষে নকভি লিখেছেন, ‘ভারতের সংবাদমাধ্যম সত্য নয়, মিথ্যার ওপর বেঁচে আছে। পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো ভুল করিনি। বিসিসিআইয়ের কাছে কখনো ক্ষমাও চাইনি। ভবিষ্যতেও চাইব না।’ ভারতকে ট্রফি দেওয়ার বিষয়ে নকভি লিখেছেন, ‘এসিসি প্রেসিডেন্ট হিসেবে আমি সেদিনই ট্রফি তুলে দিতে প্রস্তুত ছিলাম। এখনো প্রস্তুত আছি। যদি তারা সত্যিই এটা চায়, তবে তাদেরকে স্বাগত। এসিসি অফিসে এসে আমার কাছ থেকেই ট্রপি সংগ্রহ করে নিতে পারে।’ অবশ্য বিসিসিআইও কঠোর অবস্থানে। বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ করার ব্যাপারে সতর্ক করেছে তারা।
এশিয়া কাপের ফাইনালের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পিসিবি প্রধান মহসিন নকভির মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক হয়েছে। ঘটনাটি এখনো শেষ হয়নি। বিতর্ক দিনে দিনে বেড়েই চলেছে। ক্রিকেট মাঠে রাজনীতি টেনে আনায় ভারতের কঠোর সমালোচনা করেছেন নকভি।