অষ্টম রাউন্ড শেষে ষষ্ঠ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গতকাল বিকেএসপিতে এনামুল হক বিজয়ের অধিনায়কোচিত সেঞ্চুরিতে গাজী ক্রিকেটার্স ১০ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটে গতকাল অন্য ম্যাচে সামিউন বাশিরের অলরাউন্ডিং পারফরম্যান্সে লেজেন্ডস অব রূপগঞ্জ ১৭২ রানে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার্সকে এবং ব্রাদার্স ইউনিয়ন ২৯ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। বিকেএসপি-৪ নম্বর মাঠে অধিনায়ক আজিজুল হাকিম ও লিটন দাসের জোড়া হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮১ রান করে গুলশান। আজিজুল ৫৩ রান করেন ৭৬ বলে ৫ চার ও এক ছক্কায়। লিটন ৮৩ রান করেন ৬২ বলে ৭ চার ও ৫ ছক্কায়। ২৮২ রানের টার্গেটে গাজীকে একাই টেনে নিয়ে যান এনামুল বিজয়। খেলেন ১৪৪ রানের ম্যাচ জেতানো ইনিংস। ১৪২ বলে ম্যাচসেরা ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৫ ছক্কায়। চলতি লিগে এনামুলের এটা দ্বিতীয় সেঞ্চুরি। ২টি করে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান। মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ ক্রিকেটার্সকে পাত্তাই দেয়নি লেজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম ব্যাটিংয়ে লেজেন্ডস রূপগঞ্জ ৬ উইকেটে ২৯৮ রান করে। জবাবে সামিউল বাশিরের ঘূর্ণিতে রূপগঞ্জ ক্রিকেটার্স ৪২.২ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায়। ২৭ রানের খরচে বাশির নেন ৫ উইকেট। বিকেএসপি-৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে। জবাবে পারটেক্স অলআউট হয় ৪৮.১ ওভারে ১৯৬ রানে।