সাউথ গেটের বিদায়ের পর টমাস টুখেল ইংল্যান্ড দলের কোচ হবেন ভাবতেই পারেননি হ্যারি কেইন। সেই কোচের অধীনে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেলেন ইংলিশরা। ম্যাচে গোলও পেয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। শুক্রবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে স্বাগতিক ইংল্যান্ড পরাজিত করেছে আলবেনিয়াকে। ঘরের মাঠে শুরু থেকেই ছন্দতে ছিল ইংল্যান্ড। ২০ মিনিটে লুইস ক্যানির গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন স্বাগতিকরা। জালে বল পাঠাতে পারেননি। সমতা ফেরাতে পারত আলবেনিয়াও। সুযোগ নষ্ট করায় তাদের আশার গুড়ে বালি।
দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে থাকে ইংল্যান্ড। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিল না। অবশেষে ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। হ্যারি কেইনের দর্শনীয় গোলে তাদের বিজয় নিশ্চিত হয়। এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে কেইনের ৭০তম গোল। যেখানে ম্যাচসংখ্যা ১০৪। টুখেল হচ্ছেন ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয় বিদেশি কোচ।
এদিকে পোল্যান্ড ১-০ গোলে হারায় লিথুনিয়াকে। বসনিয়াও একই ব্যবধানে পরাজিত করে রোমানিয়াকে। ফিনল্যান্ড ১-০ গোলে পরাজিত করে মাল্টাকে।