ব্র্যাক ব্যাংক মহিলা ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বিকেএসপি ও কিশোরগঞ্জ জেলা। আজ দুপুরে মওলানা ভাসানী স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল টুর্নামেন্টের দুই সেমিফাইনাল কিশোরগঞ্জ ২-১ গোলে যশোরকে এবং বিকেএসপি ১২-০ গোলে রাজশাহী জেলাকে হারায়। সেমিফাইনালে পরাজিত দুই দল আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। পুরুষ হকির মতোই বাংলাদেশের নারী হকি মূলত বিকেএসপি নির্ভরই। জাতীয় নারী দলের প্রায় সবাই বিকেএসপির শিক্ষার্থী। ফলে নারী হকির টুর্নামেন্টে বিকেএসপির আধিপত্য দেখা যায়। হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি নারী হকি টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি সিনিয়র জাতীয় পুরুষ দলের ক্যাম্প পরিচালনা করছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে মিমোরা এশিয়ান কাপ হকির বাছাই টুর্নামেন্ট এএইচএফ কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে কোচ মামুনুর রশীদের অধীনে।