টানা তৃতীয় সেঞ্চুরির হাতছানি ছিল তামিম ইকবালের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মোহামেডান জিতেছে। কিন্তু সেঞ্চুরির দেখা পাননি তামিম। আউট হয়েছেন ব্যক্তিগত ২৮ রানে। তামিম না পারলেও মোহামেডান ৯৪ রানে বড় ব্যবধানে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জকে। একই দিন বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনী ৮০ রানে ব্রাদার্স ইউনিয়নকে এবং গাজী ক্রিকেটার্স ৯৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে। এ জয়ে আবাহনী, মোহামেডান ও গাজী গ্রুপের পয়েন্ট ৫ ম্যাচে ৪ জয়ে ৮। কিন্তু রানরেটে সবার ওপরে আবাহনী, ১.৭৮৭। দুইয়ে গাজী গ্রুপের রানরেট ১.২২৮ এবং মোহামেডানের রানরেট ০.৭৯২। হেরে পয়েন্ট টেবিলের চারে নেমে এসেছে প্রাইম ব্যাংক। দলটির পয়েন্ট ৫ ম্যাচে ৩ জয়ে ৬।
মিরপুর স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৫৩ রান করে মোহামেডান। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন তাওহিদ হৃদয়। মাহিদুল ইসলাম অঙ্কন ৪২ রান করেন। ২৫৪ রানের টার্গেটে ৩৭.২ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মাহাদি। রূপগঞ্জকে গুঁড়িয়ে দেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ ৩৮ রানে ৪ উইকেট নিয়ে। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। মোহাম্মদ সাইফুদ্দিন নেন ২ উইকেট।
বিকেএসপি-৩ নম্বর মাঠে নার্ভাস নাইনটিজের শিকার হন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের ৯২ রানে ভর করে আবাহনী ৫০ ওভারে সংগ্রহ করে ৮ উইকেটে ৩১০। মোহাম্মদ মিথুন ৭১ রান করেন। ৩১১ রানের টার্গেটে ব্রাদার্স সংগ্রহ করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩০ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন অধিনায়ক মাইশুকুর রহমান রিয়েল। বিকেএসপি-৪ নম্বর মাঠে এনামুল হক বিজয়ের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রিমিয়ার লিগে চতুর্থ জয় তুলে নিয়েছে। দলটি প্রথমে ব্যাট করে ৪৩.৪ ওভারে ১৮৩ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংকের নাহিদুল ইসলাম ও আরাফাত সানি ৩টি করে উইকেট নেন। ১৮৪ রানের টার্গেটে প্রাইম ব্যাংক ২৩.২ ওভারে ৮৯ রানে অলআউট হয়ে যায়। প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন রিশাদ হোসেন। গাজীর পক্ষে ৩ উইকেট নেন আবু হাশিম।