আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন থেকে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলবেন ৩৯ বছর বয়সি এ ক্রিকেটার। দেশের সবচেয়ে ধ্রুপদী ক্রিকেটশিল্পী মাহমুদুল্লাহ চলতি মৌসুমে প্রিমিয়ার ক্রিকেটে খেলছেন ঐতিহ্যবাহী মোহামেডানের পক্ষে। কিছুদিন আগে ওয়ানডেকে অবসর জানানো মুশফিকুর রহিমও রয়েছেন এ দলে। রয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের সেরা পাঁচ ক্রিকেটারের তিনজনই খেলছেন মোহামেডানে। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ছন্দে রয়েছেন তামিম। কিন্তু রান পাচ্ছেন না মুশফিক ও মাহমুদুল্লাহ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মোহামেডান মুখোমুখি হচ্ছে শিরোপাপ্রত্যাশী লেজেন্ডস অব রূপগঞ্জের। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেট লিগের চতুর্র্থ রাউন্ড শেষে মোহামেডান ও রূপগঞ্জের পয়েন্ট সমান ৬। কিন্তু রানরেটে সবার ওপরে লেজেন্ডস অব রূপগঞ্জ (৩.৩২৯)। চারে মোহামেডানের রানরেট ০.৫২৪। আজ আরও দুটি খেলা রয়েছে প্রিমিয়ার ক্রিকেটের।
বিকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আবাহনীর রানরেট ১.৮১৪। তিনে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের রানরেট ১.০২৭।
মতিঝিল পাড়ার ক্লাব মোহমেডান সর্বশেষ
চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯ সালে। এরপর গত ১৬ বছর তারা শিরোপা জিততে পারেনি। এবার চ্যাম্পিয়ন হতে সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে। খেলছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ ছাড়াও দলটিতে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, মাইদুল ইসলাম অঙ্কণ, তাওহিদ হৃদয়, আরিফুল ইসলাম, রনি তালুকদার, নাসুম আহমেদদের মতো তারকা ক্রিকেটার। প্রথম দুই ম্যাচে ব্যর্থ ছিলেন তামিম। পরের দুই ম্যাচে পারটেক্স ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি করেন। সেঞ্চুরি করেন পারটেক্সের বিপক্ষে ১২৫ ও ব্রাদার্সের বিপক্ষে ১০৫*। এখন পর্যন্ত প্রিমিয়ার ক্রিকেটে সেঞ্চুরি হয়েছে ৯টি। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর প্রাইম ব্যাংকের নাইম ইসলামের ১৭৬। ব্রাদার্সের বিপক্ষে সেদিন প্রাইম ব্যাংক ৪২২ রান করেছিল। যা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দলগত সর্বোচ্চ। মোহামেডানের আজকের প্রতিপক্ষ লেজেন্ডস অব রূপগঞ্জও কিন্তু তারকাদ্যুতিতে পিছিয়ে নেই। দলটিতে রয়েছে সাইফ হাসান, সৌম্য সরকার, মাহামুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। তরুণ ক্রিকেটারদের নিয়ে দলটি ৪ ম্যাচের ৩টি জিতেছে। একমাত্র হার ধানমন্ডি ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৪ রানে। মোহামেডানের হার নবাগত গুলশান ক্রিকেটার্সের কাছে ১০৭ রানে।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী শিরোপা ধরে রাখার দল গড়েছে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ একাদিক ক্রিকেটার রয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন স্কোয়াডে। মোসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিথুন, জিশান আলম, মাহফুজুর রহমান রাব্বি, মুমিনুল হক, মৃত্যুঞ্জয় চৌধুরীদের মতো তারকা ক্রিকেটার রয়েছেন। দলটির পয়েন্ট ৪ ম্যাচে এক হারে ৬। ৬ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংকের কাছে। দলটির প্রতিপক্ষ ব্রাদার্সের পয়েন্ট ৪ ম্যাচে এক জয়ে ২।
বিকেএসপি-৪ নম্বর মাছে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক-গুলশান ক্রিকেটার্স ক্লাব। প্রাইম ব্যাংক ও গুলশান দল দুটি করে ম্যাচ হেরেছে। তবে তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া নবাগত ধানমন্ডি ক্রিকেট ক্লাব দুই পরাশক্তি আবাহনী ও মোহামেডানকে হারিয়েছে। লিগের প্রথম ম্যাচেই দলটি ১০৭ রানে মোহামেডানকে এবং আবাহনীকে ১৬২ রানে হারিয়েছে। প্রতিপক্ষ প্রাইম ব্যাংক হেরেছে পারটেক্সের কাছে ৩ উইকেটে এবং লেজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৮ উইকেটে।