বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আরামবাগ জয় পেলেও বাকি দুই ম্যাচে কেউ জেতেনি। গতকাল অনুষ্ঠিত দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ফর্টিস গ্রাউন্ডে ম্যাচে পিডব্লউডি ও সিটি ক্লাব গোলশূন্য ড্র করেছে। অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারিনায় প্র্যাকটিস ম্যাচে ঢাকা রেঞ্জার্স ও বিআরটিসি ১-১ গোলে ড্র করেছে। ৬৯ মিনিটে আল আমিনের গোলে এগিয়ে যায় রেঞ্জার্স। ৮৩ মিনিটে বিআরটিসির রুবায়েত হোসেন ম্যাচে সমতা ফেরান। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ১-০ গোলে লিটল ফ্রেন্ডস ক্লাবকে হারায়। ২৫ মিনিটে নাজিমউদ্দিন একমাত্র গোলটি করেন।