উয়েফা চ্যাম্পিয়নস লিগে অন্যতম ফেবারিট হিসেবেই খেলছিল লিভারপুল। তবে শেষ ষোলো খেলেই বিদায় নিল দলটি। গত মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির কাছে ১-০ গোলে পরাজিত হয় লিভারপুল। প্রথম লেগে পিএসজির মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল অলরেডরা। এ ম্যাচে নিজেদের মাঠে পরাজিত হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ইতালিয়ান গোলরক্ষক ডোনারুম্মার ম্যাজিকে (দুটি গোল সেভ করেন) টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
লিভারপুল বিদায় নিলেও ফেবারিট বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পায় কাতালান ক্লাবটি। রাফিনটা দুটি ও ইয়ামাল একটি গোল করেন বার্সেলোনার পক্ষে। বেনফিকার পক্ষে ওতামেন্ডি একটা গোল করলেও দলের পরাজয় রুখতে পারেননি। দুই লেগে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ প্রথম লেগে লেভারকুজেনকে ৩-০ গোলে পরাজিত করে। দ্বিতীয় লেগে গত মঙ্গলবার বায়ার্ন জয় পায় ২-০ গোলে। হ্যারি কেইন ও ডেভিস একটি করে গোল করেন বায়ার্নের পক্ষে। দুই লেগে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলানও। তারা প্রথম লেগে ২-০ গোলে পরাজিত করে ডাচ ক্লাব ফেনর্ডকে। মঙ্গলবার দ্বিতীয় লেগের লড়াইয়ে ২-১ গোলের জয় পায় ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। দুই লেগে ৪-১ ব্যবধানের জয়ে শেষ আট নিশ্চিত করেছে দলটি। শেষ আটে ইন্টার মিলান মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। অন্যদিকে বার্সেলোনা খেলবে বুরুসিয়া ডর্টমুন্ড অথবা লিলির। এ ছাড়া পিএসজির প্রতিপক্ষ হতে পারে ক্লাব ব্রুজ অথবা অ্যাস্টন ভিলা।