হকির গতি ফিরিয়ে আনতে বিতর্কিত নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটিও গঠন হয়। এ কমিটি দায়িত্ব নিয়েছে বেশকিছু দিন হয়ে গেল। এখনো কেউ বুঝতে পারছে না ফেডারেশন কী করতে চায়। কোনো কিছু জানতে চাওয়া হলে গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকা কর্মকর্তারা বলেন, আগে তো কাজ দেখেননি। দেখেন আমরা কি নতুনত্ব আনতে পারি। কিসের নতুনত্ব। সবকিছু আগের মতোই এলোমেলো। সাঈদ নেই এই যা। ঘরোয়া আসর নিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারছে না। আগের কমিটির অপকর্মের বিচার তো দূরের কথা। তদন্ত হবে কি না তাও সন্দেহ রয়েছে। ভাবসাব দেখে মনে হয় আগ্রহও নেই। যাক অন্ধকারে থাকা ফেডারেশনের এক কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে। ব্র্যাক ব্যাংক মহিলা ডেভেলপমেন্ট কাপ হকি মাঠে গড়াচ্ছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে ১১টি দল অংশ নিচ্ছে। এ উদ্যোগ ভালো, সংবাদ সম্মেলনে স্পন্সর ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর বলেছেন, তারা অন্তত পাঁচ বছর নারী হকির সঙ্গে থাকতে চান। যদি সত্যি হয় তা হবে হকির জন্য সুসংবাদ। তবে এক্ষেত্রে হকি ফেডারেশনের দায়িত্ব অনেক। নারী হকিকে তারা কতটা জাগিয়ে রাখতে পারবে সেটাই প্রশ্ন।