মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ধরনের চিত্র দেখলেন মিরপুরের ক্রিকেটপ্রেমীরা। আগের দিন ৪২২ রানের স্কোর দেখেছিল। গতকাল দেখল ৬৯ রানের অলআউট। প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৫.৫ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে দেয় লিজেন্ড অব রূপগঞ্জ। ৭০ রানের টার্গেটে রূপগঞ্জ জিতে নেয় ৯.৩ ওভার বা ৫৭ বলে। জিতেছে ১০ উইকেটে। বিকেএসপিতে একই দিন প্রিমিয়ার ক্রিকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক। গাজী ১৭৫ রানে ধানমন্ডি ক্লাবকে এবং অগ্রণী ব্যাংক ৬ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। মিরপুর স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে ৬৯ রান করে শাইনপুকুর। দলটির পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন মাইনুল ইসলাম অঙ্কণ। রূপগঞ্জের পেসার রেজাউর রহমান রাজা ও বাঁ হাতি স্পিনার তানভীর ইসলাম ৩টি করে উইকেট নেন। রূপগঞ্জের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ৯.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছান। তামিম ২০ বলে অপরাজিত থাকেন ৩৫ রানে এবং সাইফ অপরাজিত থাকেন ৩৯ রানে। বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রথম ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৯৮ রান করে গাজী ক্রিকেটার্স। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। শামসুর রহমান শুভ ৬০ ও আমিনুল বিপ্লব ৪৪ রান করেন। ধানমন্ডির পক্ষে ৪ উইকটে নেন সাঞ্জামুল ইসলাম। ২৯৯ রানের টার্গেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাব অলআউট হয় ১২৩ রানে। সর্বোচ্চ ৩৩ রান করেন নুরুল হাসান সোহান। বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রথম ব্যাটিংয়ে গুলশান ২২২ রান করেন। ৬০ রান করেন লিটন দাস। অগ্রণী ব্যাংক সেটা টপকে যায় ৪ উইকেট হারিয়ে। দলটির পক্ষে ইমরানুজ্জামান ৭৫ এবং অমিত হাসান ৬৩ রান করেন।