ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন রেকর্ড গড়ল প্রাইম ব্যাংক। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৪২২ রান করে। এতে ৪৩টি চার ও ১৭টি ছক্কা ছিল। প্রাইম ব্যাংক ভেঙেছে সাত বছরের পুরোনো রেকর্ড। এত দিন লিস্ট-এ ক্রিকেটে সর্বোচ্চ ৩৯৯ রান ছিল আবাহনীর। বিকেএসপিতে প্রাইম দোলেশরের বিপক্ষে এ রেকর্ড গড়েছিল। বিশাল রানের ভিতটা গড়ে দিয়েছিলেন দুই ওপেনার নাঈম শেখ ও সাব্বির হোসেন। পাওয়ার প্লে ওভারে তারা তোলেন ৭৬ রান। তবে মূল নায়ক নাঈমই। লিস্ট-এ ক্রিকেটে নাঈম সর্বোচ্চ রান করলেও ডাবল সেঞ্চুরি করতে পারেননি। ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কায় ১৭৬ রানে থেমে যায় তার ইনিংস। ব্রাদার্স ২৪৯ রানে অলআউট হলে প্রাইম ব্যাংক ১৭৩ রানে জিতে যায়।
প্রথম ম্যাচে হারার পর বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান দ্বিতীয় জয় পেয়েছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে তারা পারটেক্সকে ৭ উইকেটে পরাজিত করেছে। পারটেক্স প্রথমে ব্যাট করতে নেমে ২১৮ রান করে। তামিম ইকবাল ১১২ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১২৫ রান করেন। মুশফিকও ৪৪ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। এদিকে আবাহনীও দ্বিতীয় জয় পেয়েছে। তারা ৫ উইকেটে হারায় রূপগঞ্জ ক্রিকেটার্সকে।