আইসিসি নারী বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ মেয়েরা। ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এরপর ১৯৯৩ ও ২০০৯ সালে নিউজিল্যান্ডের মেয়েদের হারিয়ে আরও দুবার চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৭ সালে ভারতকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় করে ইংলিশ মেয়েরা।