বসুন্ধরা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্সআপ মোহামেডানের শুরুটা হয়েছিল হারে। দ্বিতীয় ম্যাচেই তারা জয়ে ফিরল। আগের ম্যাচে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব তারকানির্ভর মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়ে আলোড়ন তুলেছিল। গতকাল আবাহনীর কাছে সুবিধা করতে পারেনি তারা। ১৬২ রানে হেরে গেছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে গুলশান ব্যাট করতে পাঠায় আবাহনীকে। দলের হয়ে সেঞ্চুরি করেছেন ওপেনার পারভেজ হোসেন। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি পারভেজ। অগ্রণী ব্যাংকের কাছে হারা ম্যাচে হাফসেঞ্চুরি করেন। দ্বিতীয় ম্যাচে ৩ অঙ্কের রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে আবাহনীর সংগ্রহ ছিল ৩২৩ রান। ৯ চার ও ৮ ছক্কায় ১২৪ বলে ১২৬ রান করেন পারভেজ। মোহাম্মদ মিথুন ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ বলে ৭২, মোসাদ্দেক ২৮ বলে ৩৫, মাহফিজুর রহমান ১৪ বলে ২৮ রান করেন। গুলশানের সফল বোলার ছিলেন আসাদুজামান পাভেল। তিনি ১০ ওভারে ৬৫ রানে ৩ উইকেট পান। গুলশান ১৬১ রানে থেমে যায়। খালেদ হাসান সর্বোচ্চ ৪৯ রান করেন। আবাহনীর রাকিবুল ৪, মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৩ উইকেট। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের ম্যাচটি ছিল অন্যরকম। আগের দিন রাতে ওয়ানডে থেকে অবসর নেন মুশফিকুর রহিম। গতকালই মোহামেডানের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেন। যদিও ব্যাট করার সুযোগ পাননি। ম্যাচে ৭ উইকেটে মোহামেডান হারায় রূপগঞ্জ টাইগার্সকে। প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জ ৯ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে। অধিনায়ক আল-আমিন সর্বোচ্চ ৪১, তানভীর করেন ৩৭ রান। ইবাদত, মিরাজ, তাইজুল ২টি করে উইকেট পান। ৩.৫ ওভারে জয় তুলে নেয় মোহামেডান। অঙ্কন অপরাজিত ৮৩, তৌহিদ হৃদয় ৭৪ রান করেন। অন্যদিকে পারটেক্স ৩ উইকেটে হারায় প্রাইম ব্যাংককে।