উয়েফা চ্যাম্পিয়নস লিগের লড়াই শেষ ষোলোর প্রথম লেগেই জমে উঠেছে। সাধারণত ম্যাচ জেতান স্ট্রাইকাররা। কিন্তু বুধবার রাতে গোলকিপারদের দুরন্ত পারফরম্যান্সের জন্য জয় পেল দুই বড় দল বার্সেলোনা ও লিভারপুল। কঠিন পরিস্থিতিতে দলের রক্ষাকারী হয়ে উঠলেন গোলকিপাররা। এ ছাড়া জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। সব মিলিয়ে ফেবারিটদের জয়ের রাত। বুধবার ১০ জনে খেলেও বেনফিকাকে ১ গোলে হারাল বার্সেলোনা। ম্যাচের শুরুতে পাউ কুবারসি লাল কার্ড দেখে বেরিয়ে গেলেও ১০ জনের বার্সেলোনাকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাহিনহা। তাঁর একমাত্র গোলে শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে কাতালান দলটি। তবে ১০ জনের দলকে একের পর এক আক্রমণ শানায় বেনফিকা। কিন্তু গোলের নিচে অপ্রতিরোধ্য ছিলেন সেজনি। দারুণ ছন্দে থাকা ইংলিশ দল লিভারপুল ১-০ গোলে জিতেছে ফরাসি জায়ান্ট পিএসজির বিরুদ্ধে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় হেসেখেলে জেতার কথা ছিল লিভারপুলের। পিএসজির স্ট্রাইকারদের ফিনিশিংয়ে দুর্বলতা থাকার পাশাপাশি গোলবারের নিচে রীতিমতো স্বপ্নের মতো এক ম্যাচ কাটিয়েছেন লিভারপুলের গোলকিপার আলিসন বেকার। সব মিলিয়ে ৮টি গোল বাঁচিয়েছেন তিনি। আলিসনের এ অতিমানবীয় পারফরম্যান্সকে পূর্ণতা এনে দেন হার্ভে এলিয়ট। তাঁর একমাত্র গোলে শেষ পর্যন্ত জয় পেলেও মোটেই সহজ ছিল না লিভারপুলের জন্য। ঘরের মাঠে ম্যাচ জেতার আপ্রাণ চেষ্টা চালিয়েও সফল হতে পারেনি পিএসজি। এদিকে হ্যারি কেইনের জোড়া ও জামাল মুসিয়ালার ১ গোলে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ৬২ মিনিটে মুকিয়েলে লাল কার্ড দেখায় ম্যাচের শেষ আধ ঘণ্টা ১০ জনে খেলেছে লেভারকুসেন। অন্যদিকে ফেইনুর্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ৮-এর পথে অনেকটাই এগিয়ে গেছে ইন্টার মিলান।