চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচামরার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে রইল আফগানিস্তান। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এখন পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি জিততে না পারা ইংল্যান্ড। ইব্রাহিম জাদরান ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে আফগানিস্তান। আফগানদের ৭ উইকেটে ৩২৫ রানের জবাবে ৩১৭ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ম্যাচে আফগানদের জয়ের মহানায়ক ইব্রাহিম জাদরান। এই ওপেনারের রেকর্ডগড়া সেঞ্চুরিতেই দ্বিতীয়বারের মতো ইংলিশদের হারাল আফগানরা। ম্যাচ জয়ের অন্যতম নায়ক ৯.৫ ওভারে ৫৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করা ওমরজাই। ম্যাচের বাঁচামরার মুহূর্তে আফগানদের হয়ে জ্বলে উঠেন তিনি। এর আগে ওয়ানডে বিশ্বকাপে তিন বারের দেখায় দুবার ইংল্যান্ড (২০১৫ ও ২০১৯) ও একবার আফাগানরা (২০২৩) জিতে। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এখন ব্যক্তিগত সর্বোচ্চ রানের একক মালিক ২২ বছর বয়সি জাদরানের। তার ইনিংসটি আবার আফগানিস্তানেরও সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। জাদরান ২০২২ সালের শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৮ বলে ১৬২ রান করেছিলেন। গতকাল ডান হাতি ওপেনারের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তান সংগ্রহ করে ৭ উইকেটে ৩২৫ রান। জবাবে শুরুর ৬ ওভারে দলীয় ৩০ রানে সল্ট (১২ রান) ও স্মিথের (৯ রান) উইকেট হারায় ইংল্যান্ড। পরে জো রুট ও বেন ডাকেট ৬৩ বলে ৬৮ রানের জুটি গড়েন। এক প্রান্তে রুট থাকলেও গত ম্যাচের সেঞ্চুরিয়ান ডাকেট ফিরেন ৩৮ রানে। পরে ইংলিশ অধিনায়ক জশ বাটলার ৩৮ রানে আউটের আগে রুটের সঙ্গে ৯১ বলে ৮৩ রানের জুটি গড়েন। রুট ফেরেন ১১১ বলে ১২০ রান করে। শেষ পর্যন্ত ওভারটন ২৮ বলে ৩২ রানের ইনিংস খেললেও পেরে ওঠেনি ইংলিশরা। ৩১৭ রানে গুটিয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যায় তারা।
চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম খেলছে আফগানিস্তান। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হারেন জাদরানরা। গতকাল ইংলিশদের বিপক্ষে ম্যাচটি ছিল জীবনবাজির। ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ১ মার্চ দক্ষিণ আফ্রিকা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।