ছাত্র-জনতার অভ্যুত্থানে মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের সুস্থতার জন্য চলছে বসুন্ধরার ক্রিকেট আয়োজন। গত ২১ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। এ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছে দেশের ২৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। গতকাল গ্রুপ পর্ব শেষ হয়েছে। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। টুর্নামেন্টের ম্যাচগুলো তিনটি আলাদা ভেন্যু- বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়াম, মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি ও ইউল্যাব সিলিকন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। ৩৬ বলে ৬৩ রান করে ম্যাচসেরা হন বিইউবিটির হৃদয়। দ্বিতীয় ম্যাচে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিরুদ্ধে ৬ উইকেটের জয় পায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ১৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাউথ ইস্টের মুন। পরে সন্ধ্যায় প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামে সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। এ ছাড়া মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব স্কলার্স। ইউল্যাব সিলিকন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত একটি ম্যাচে নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপক্ষে ১২৪ রানের জয় পায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ৬০ রান করে ম্যাচসেরার পুরস্কার পান ডিআইইউর দুর্জয়।
ড্যাফোডিল : ১৮৫/৫ - নর্দান : ৬১/১০
নর্থ সাউথ : ১৯১/৬ - এসইউবি : ২৫৭/২