আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেঞ্চুরি রয়েছে পাঁচটি। ২০০৬ সালে এ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন শাহরিয়ার নাফিস (১২৩ রান জিম্বাবুয়ের বিপক্ষে)। এরপর ২০১৭ সালে তামিম ইকবাল (ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান), সাকিব আল হাসান (নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৪ রান) ও মাহমুদুল্লাহ (নিউজিল্যান্ডের বিপক্ষে ১০২ রান) সেঞ্চুরি করেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাওহিদ হৃদয় পঞ্চম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন বাংলাদেশের পক্ষে (ভারতের বিপক্ষে ১০০ রান)।