একসময়ে ঢাকা প্রথম ও প্রিমিয়ার লিগকে বলা হতো দেশের সর্বোচ্চ আসর। এখন পেশাদার লিগকে বলা হয় ফুটবলে দেশসেরা আসর। যারা শিরোপা জিতে তাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন বলা হয়। এবারের লিগের দ্বিতীয় লেগ আজই মাঠে গড়াচ্ছে। প্রথম লেগের পর এ পর্বকেই আসল ও চ্যাম্পিয়নের লড়াই বলা হয়। দ্বিতীয় লেগেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে। নতুন না পুরোনোদের মধ্যে কেউ চ্যাম্পিয়ন হবে কি না তা ঠিক হয়ে যাবে। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের অনেক শিরোপা জেতার রেকর্ড থাকলেও এখন পর্যন্ত পেশাদার লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০২ মৌসুমে তারা ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। পেশাদার লিগে তাদের বড় প্রাপ্তি চারবার রানার্সআপ হওয়া।
এবার ঐতিহ্যবাহী সাদা-কালোদের প্রথমবারের মতো শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। প্রথম লেগে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে রয়েছে। স্বপ্ন পূরণের পথে আজ তারা দ্বিতীয় লেগে মাঠে নামছে। প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স। কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি হবে।
এটি ১০ ক্লাবের অংশ নেওয়া লিগে দশম রাউন্ড। প্রথম লেগে ময়মনসিংহে অ্যাওয়ে ম্যাচে সহজভাবে জয় পেয়েছিল। তারপরও আজ ওয়ান্ডারার্সকে গুরুত্ব দিয়ে মাঠে নামবে মোহামেডান। প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে হেরে মূল্যবান তিন পয়েন্ট নষ্ট করে। দ্বিতীয় লেগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এখানে দুর্বল প্রতিপক্ষ হলেও কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ নেই।
আজ পুলিশ-ব্রাদার্স ইউনিয়ন এবং ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুখোমুখি হবে।
ঢাকা আবাহনী ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১৭ পয়েন্টে তৃতীয় স্থানে আছে। দুটি দলই তাদের দশম ম্যাচ খেলতে নামবে আগামীকাল। ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে কুমিল্লায় ঢাকা আবাহনী লড়বে ফকিরেরপুলের বিপক্ষে। আগামীকালের ম্যাচের পর ১১ রাউন্ড শুরু হবে ১১ এপ্রিল।