উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অথচ এবার লিগের নতুন ফরম্যাটে নেমে বেশ হোঁচট খেয়েছিল দলটি। গ্রুপ পর্ব থেকে সরাসরি শেষ ষোলোয় খেলতে কোয়ালিফাই করেছিল প্রথম আটটি দল। সেখানে জায়গা হয়নি রিয়ালের। খেলতে হয় প্লে অফ পর্ব। এরই মধ্যে এ পর্ব থেকে মঙ্গলবার রাতে পৌঁছে গেছে আরও চারটি দল। প্লে অফ পর্বের বাকি ম্যাচগুলো ছিল বুধবার রাতে। যার মধ্যে সবচেয়ে বেশি নজর রিয়াল ও ম্যানসিটির ম্যাচের দিকে। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের ব্যবধানে শেষ ষোলোয় জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। নিজেদের চেনা ছন্দে ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথম লেগে ৩-২ গোলে ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে দ্বিতীয় লেগে সিটিকে রিয়াল হারাল ৩-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাট্রটিক করলেন এমবাপ্পে, চলতি আসরে করলেন সাত গোল।
প্লে অফ পর্বের দ্বিতীয় লেগ শেষে আট বিজয়ী দল হলো- বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসভি, পিএসজি, বেনফিকা, ফেইনুর্ড ও ক্লাব ব্রুগা। অন্যদিকে লিগ পর্বের শীর্ষ আট দল হলো- লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লিল ও অ্যাস্টন ভিলা। এখন শেষ ষোলোর ড্রয়ের অপেক্ষা। আজই ড্র। সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। ড্রতে সরাসরি শেষ ষোলোতে ওঠা আট দল বাছাই এবং প্লে অফ খেলে ওঠা আট দলকে অবাছাই বিবেচনা করা হবে। তবে এবারের ড্র পুরোপুরি উন্মুক্ত নয়। লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। আর এ কারণেই শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দুটি দলের নাম জেনে গেছে ক্লাবগুলো। ওই দুই দলের কোনোটিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে ড্রতে, নির্ধারিত হবে সেটিই।