এক বিরল ‘ব্ল্যাক মুন’ দেখা দেবে আগামী শনিবার ভোরে। ২৩ আগস্ট রাত ২টা ৬ মিনিটে চাঁদ প্রবেশ করবে নতুন চাঁদের পর্যায়ে। সাধারণত প্রতি ২৯.৫ দিনে একবার নতুন চাঁদ হয়। তবে এবার তা বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘ব্ল্যাক মুন’ হিসেবে। এই চাঁদ খালি চোখে দেখা যাবে না, কারণ পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসায় চাঁদের উজ্জ্বল দিক অদৃশ্য হয়ে যায়।
ব্ল্যাক মুন মূলত দুই ধরনের হয়—কোনো এক মাসে দ্বিতীয় নতুন চাঁদ হলে তাকে বলে মাসিক ব্ল্যাক মুন, আবার কোনো ঋতুতে যদি চারটি নতুন চাঁদ পড়ে তবে তৃতীয়টিকে বলা হয় ঋতুগত ব্ল্যাক মুন। এবার সেই ঋতুগত ব্ল্যাক মুন দেখা যাবে, যা গড়ে প্রতি ৩৩ মাসে একবার ঘটে।
এই গ্রীষ্মকাল শুরু হয়েছিল ২০ জুনের অয়নান্ত দিয়ে এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর বিষুব দিয়ে। এর মধ্যে নতুন চাঁদ হয়েছে ২৫ জুন, ২৪ জুলাই, এবার হবে ২৩ আগস্ট এবং পরেরটি হবে ২১ সেপ্টেম্বর। ফলে আগস্টের এই নতুন চাঁদকেই বলা হচ্ছে ঋতুগত ব্ল্যাক মুন। যদিও আকাশে চাঁদ দেখা যাবে না, তবে এটি হবে তারাভরা আকাশ দেখার সেরা সময়। চাঁদের আলো না থাকায় মিল্কিওয়ে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে উত্তর গোলার্ধ থেকে।
দূষণমুক্ত অন্ধকার জায়গায় গিয়ে দক্ষিণ দিগন্তে তাকালে দেখা যাবে ভেগা, দেনেব আর অলটেয়ার তারকাকে নিয়ে গঠিত সামার ট্রায়াঙ্গল। এই ট্রায়াঙ্গলের ভেতর দিয়েই বিস্তৃত হয়ে থাকবে মিল্কিওয়ে, যা ওই রাতের আকাশকে করবে আরও মনোমুগ্ধকর।
সূত্র: লাইভ সায়েন্স
বিডি প্রতিদিন/নাজমুল