মঙ্গলগ্রহে ‘পারসিভিয়ারেন্স’ রোভার একটি অদ্ভুত আকৃতির শিলা খুঁজে পেয়েছে। এটি দেখতে পুরনো যুদ্ধের হেলমেটের মতো।
৫ আগস্ট তোলা ছবিটি রোভারটির লেফট মাস্টক্যাম-জেড (Left Mastcam-Z) ক্যামেরায় ধরা পড়ে। বর্তমানে রোভারটি মঙ্গলে প্রাচীন জীবনের সন্ধান এবং শিলা-নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত। এ সময় মাঝে মধ্যেই এমন অস্বাভাবিক শিলা আবিষ্কৃত হচ্ছে।
শিলাটির বিশেষত্ব হলো—এটি অসংখ্য ক্ষুদ্র, সম্পূর্ণ গোলাকার কণায় (Spherules) তৈরি।
বিজ্ঞানীদের ধারণা, এগুলো মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে। এই গোলক কণা গঠনের পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে—যেমন খনিজ পদার্থের সঞ্চয় ও জমাট বাঁধা (Mineral precipitation), আগ্নেয়গিরির লাভা দ্রুত ঠান্ডা হয়ে কঠিন হওয়া, বা উল্কাপিণ্ডের মতো প্রচণ্ড সংঘর্ষে শিলা বাষ্প হয়ে পরে ক্ষুদ্র কণায় রূপ নেওয়া।
নাসার মতে, শিলাটির নাম রাখা হয়েছে ‘হর্নেফ্লায়া’। গবেষকদের একাংশ মনে করেন, এর আকৃতি হয়তো দীর্ঘদিনের রাসায়নিক ক্ষয় (Chemical weathering) বা বাতাসের ক্ষয়জনিত কারণে তৈরি হয়েছে। আরেক অংশের মতে, এটি আগ্নেয়গিরির প্রক্রিয়ার ফল।
বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলের পরিবেশগত অতীত বুঝতে এই শিলা মূল্যবান তথ্য দিতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল